নববর্ষের বাণী

 

 

 

 

হাজার ধর্ম্মের উপাসক হইয়াও মানবজাতি এক হইতে পারে| হাজার দেশে জন্নিয়াও মানুয় এক হইতে পারে| এই এক হইয়া যাওয়ার শিক্ষা য়াঁহারা দেন, তাঁহারা মহাপুরুষ|

 

কে কোন কাজ করে, তাই দিয়ে লোকে তার জীবনের বিচার করে| কিন্তু তার প্রকৃত জীবন হচ্ছে তার চিন্তা| কে কোন  চিন্তা করে, তাই দিয়েই তার ইহকাল পরকাল সব কিছুরই গতি নির্দ্ধারণ হয়|

 

জগতের সেবার মধ্য দিয়া তোমরা ভগবানের সেবা করিবে, ভগবানের সেবার ভিতর দিয়া তোমরা জগতের সেবা করিবে|

 

কর্ম্মই জীবনের লক্ষণ| নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণই জীবন নহে|

 

জগতে শান্তি যদি চাও তাহলে লোভ আর লালসাকে দমন কর, নিজের সুখের দাবীর কালে পরের সুখের দাবীটাও চিন্তা কর, সুখদুঃখের পানে তাকিয়ে নিজের সুখদুঃখের 'অনুভূতি' কিছু কমাও,  জগতে এইটিই হচ্ছে সর্ব্বজনীন এবং চিরস্হায়ী শান্তির পথ|

 

কর্ম্মী যাহারা -তাঁহারা ধীর, স্হীর, চিন্তাশীল ও সহিষ্ণু|

 

 

                                                                                                                          পরের পাতা